জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : সাবেক ছাত্রলীগ ফোরাম কাতালোনিয়ার উদ্যোগে গত ১০ নভেম্বর রবিবার রাতে বার্সেলোনার প্লাজা পেদ্রো শহিদ মিনার চত্বর সংলগ্ন রেষ্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব ময়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,আহবায়ক মিজানুর রহমান।
কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল মুতলিব ।সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ দুলাল, সংগঠনের প্রথম সদস্য হীরা আলম,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন হারুন, আবু তালেব আল মামুন লাভু, সহজ মোল্লা,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ আলম স্বাধীন,আশফাক মিয়া ফাঁকু,যুবলীগ সভাপতি শাহাবুদ্দীন,সাবেক ছাত্রলীগ নেতা মিজান সানা, মিজানুর রহমান সহ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
শিক্ষা শান্তি প্রগতির মোহর অংকিত ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন মহান
স্বাধীনতা ,৯০ এর গন আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন সহ দেশের বৃহত্তর সংকটে ছাত্র লীগের ভূমিকা অপরিসীম। ছাত্রলীগ নিজের বলে বলিয়ান ,প্রয়োজনে প্রত্যেক শিকারের নজির দেখানোর করার সর্বোৎকৃষ্ট উদাহরণ ছাত্রলীগের।